X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলন ঘুরিয়ে দিতেই জিয়া পরিবার নিয়ে মন্তব্য: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। সরকার তা সহ্য করতে পারছে না। আর এ কারণে ‘ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দিতে, দৃষ্টি অন্যদিকে সরাতে’ জিয়াউর রহমানের পরিবার নিয়ে কথা বলছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের অনুসারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা আমাদের দৃষ্টিটাকে, মুখের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দিতে চায়। আমাদের দৃষ্টি একটাই দেশনেত্রীর সুচিকিৎসা, দেশনেত্রীর মুক্তি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হবে।’

দলের স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘এই নেত্রী দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, বেগম জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন, মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমরা তার কল্যাণে মন্ত্রী-এমপি হয়েছি। তার নাম নিয়ে, তার দলের পতাকা নিয়ে আমরা নির্বাচনে পাস করেছি। এবার আমাদের দেওয়ার পালা, নেওয়ার নয়। তাকে এখন দেওয়ার চেষ্টা করবো।’

বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রীর হাতে কতদিন সময় আছে, আমি জানি না। ডা. জাফরুল্লাহ চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি দুই-তিন দিন, হাতের ইশারায় কথা হয়েছে। ভালো অবস্থায় নেই তিনি।’

মির্জা আব্বাস জানান, তিনি গত কয়েকদিন আগে বরিশাল, ফরিদপুর জেলায় সফরে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেখেছি- কী আওয়ামী লীগ, কী বিএনপি— সকলেরই এক কথা। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন তাকে তিলেতিলে মেরে ফেলা হচ্ছে?’

তিনি বলেন, ‘আমরা একের পর এক কথা বলে জনমত সৃষ্টি করছি। জনমত এগিয়ে আসছে।’

মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার চায় বিএনপির ওপর অত্যাচার করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে হবে। সুতরাং তারা মনে করে, একমাত্র খালেদা জিয়াকে ধ্বংস করতে পারলেই বিএনপি ধ্বংস হবে। জিয়ার পরিবার নিয়ে, খালেদা জিয়ার পরিবারের একটি শিশু বাচ্চাকে নিয়ে কথা বলছে এই সরকারের মন্ত্রীরা।

তিনি বলেন, ‘রাস্তা থেকে ধরে এনে মন্ত্রী বানিয়ে দেবেন, দেশের লোকেরা মান্য করবে, এটা ভাবার দরকার নাই। আমরা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সুসন্তান। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মুমুর্ষূ মানুষকে নিয়ে কথা বলেন তারা কখনোই সভ্য মায়ের সভ্য সন্তান নয়।’

উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সাবেক জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, শাহে আলম, আবু সাইদ চাঁন, দেওয়ান শফিকুজ্জামান, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দিলদার হোসেন, জাফর ইকবাল হিরন, আমিনুল ইসলাম বাদশা, সরকার বাদল, মোর্শেদ মিল্টন, মশিউর রহমান, নবী নেওয়াজ খান, জয়নাল আবেদিন, আতাউর রহমান আতা, আসিক চৌধুরী প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ইকবাল হাসান টুকুর বাসায় মির্জা ফখরুল ও আব্বাস
বিএনপি পরোক্ষভাবে এখনও বন্দি: মির্জা আব্বাস
খালি পেটে বরই খেলে কী হয় মন্ত্রী জানেন না: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!