X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা সিএমএইচে ভাস্কর্যসহ চারটি স্থাপনার উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:১২

মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিক্যাল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা মহামারির সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিকে স্মরণীয় রাখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ‘অনন্ত সমরে’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) স্থাপনাটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

এ সময় নবনির্মিত স্থাপনার মধ্যে এনেসথেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র ও স্লিপ ল্যাবেরও উদ্বোধন করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন এনেসথেসিয়া বহির্বিভাগে পুরুষ ও নারীদের জন্য আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া বেশ কয়েকটি অপেক্ষাগার রয়েছে; যা রোগীদের অস্ত্রোপচার পরবর্তী এনেসথেসিয়া চেকআপের জন্য অত্যন্ত প্রয়োজন। সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারী লেভেল রেফারেল ট্রেনিং হাসপাতাল, যেখানে নিয়মিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছাড়া চোখ অপারেশন থিয়েটার এবং লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সঙ্গে হাসপাতালটির চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে। এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে যোগ্য বিষয়ক জটিল ও উন্নত চিকিৎসা সেবা যেমন লেজার রিফ্লাকক্টিভ সার্জারি ও অন্যান্য লেজার সার্জারি করাসহ সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রধানের সহায়ক ভূমিকা পালন করবে।

এদিকে, স্লিপ ল্যাব ঢাকা সিএমএইচের একটি নতুন সংযোজন করা প্রকল্প। এর মাধ্যমে হসপাতালটি স্লিপ ডিস অর্ডারের মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবা দিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!