X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির পরিদর্শনের পর হাসপাতালের ৮ চিকিৎসককে শোকজ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২২:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আট চিকিৎসকসহ এগারো জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সেই সঙ্গে রোগীদের খাবার কম দেওয়ায় আউট সোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ঝটিকা সফরে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি হাসপাতালের অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর বিকালে তাদের শোকজ করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে যান মাশরাফি। এ সময় তিনি রোগীদের ঠিকমতো খাবার না পাওয়া, ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিক্যাল প্যাথলজিস্টদের সময়মতো হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা অভিযোগ করেন, শুক্রবার রাতে সতেরো জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগী দেখেন না। বাথরুম অপরিষ্কার থাকে বলেও অভিযোগ করেন তারা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী বলেন, ‘সকাল ৯টার পর আসায় আট জন চিকিৎসক ও দুই জন মেডিক্যাল প্যাথলজিস্টকে শোকজ করা হয়েছে। এ ছাড়া শিশু ওয়ার্ডে শুক্রবার রাতে সতেরো জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়ায় ডায়েটের দায়িত্বে থাকা কর্মচারীকে শোকজ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আউট সোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘হাসপাতালে দূর-দূরান্ত থেকে গরিব মানুষরা আসেন। তাদের খাবার ঠিকমতো দেওয়া হয় না। ঠিকমতো অফিস করেন না চিকিৎসকরা। রোগীরা খাবার-ওষুধ পান না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বশেষ খবর
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!