X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আঁখিকে আমি ‘লিডার’ বলে ডাকি

আসিফ আকবর
০৮ মার্চ ২০১৬, ১৬:২১আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৬:২৯

আঁখি আলমগীর ও আসিফ আকবর বিশ্ব নারী দিবস উপলক্ষে লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার এই বিশেষ লেখায় উঠে এসেছে সংগীতাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ আঁখি আলমগীরের নাম। আসিফ যাকে ‘লিডার’ বলে সম্বোধন করলেন। জানালেন দুজনার সম্পর্কের বেশ কিছু নতুন তথ্য। লেখাটি তুলে ধরা হলো নিচে-


‘ইন্ডাষ্ট্রিতে কাজ করি অন্তঃত দেড় যুগ। সফলতা ব্যর্থতার মধ্যে দিয়েই ক্যারিয়ার চলছে। গান গাওয়ার বাইরেও অনেক কিছু করতে হয় আমাদের। বিশেষ করে যখন কোনও শিল্পী অসুস্থ এবং অসহায় হয়ে পড়েন, তখন আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর।

আঁখি আলমগীর। শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছে ছোট বেলাতেই। আমি তার কাছে প্রতিদিনই শিখছি এবং অবাক হচ্ছি। একটা মানুষ বিপদে পড়লে কিভাবে তার পাশে দাঁড়াতে হয়, সেটা আঁখি জানে। স্পষ্টভাষী আঁখিকে আমি ‘লিডার’ বলে ডাকি এবং সে এই যোগ্যতা রাখে।

ক্যারিয়ারের দীর্ঘসময় একসঙ্গে পথ চললেও গান গেয়েছি মাত্র একখানা, যেটা অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়তো লিডারের অভিমান ছিলো, নয়তো আমারই ভুল। গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আমরা একসঙ্গে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ শিরোনামে কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটা গান ‘বেসামাল মন’ এর রেকর্ডিং হয়ে গেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে।

বিশ্ব নারী দিবসে আঁখির প্রতি সম্মান ও ভালোবাসা রইলো। লিডারকে বলতে চাই- দেরি হয়েছে তো কী হয়েছে! সময় তো শেষ হয়ে যায়নি!!’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...