X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

টেলিভিশন প্রোগ্রামে স্বামী দেখলেন ২ বছর আগে ‘নিহত’ হওয়া স্ত্রীকে!

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:৩৩

স্বামী জানতেন স্ত্রীর মৃত্যু হয়েছে দুই বছর আগে। কফিনে ভরা মরদেহ নিজেই টেলিভিশন অনুষ্ঠানের একটি স্ক্রিনশটদাফন করেছেন। অথচ সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দেখা গেলো সেই স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন দুই বছর আগে হারিয়ে যাওয়া তার স্বামীকে! এই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ মরক্কোতে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক খবরে এ কথা বলা হয়েছে।
দুই বছর আগে মরক্কোর আজিলাল এলাকার বাসিন্দা আবরাগ মোহামেদের স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার পর স্ত্রীকে ক্যাসাব্লাঙ্কার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বেঁচে থাকার সম্ভাবনা নাই। কিন্তু পরিবারকে হাসপাতালের বিল দিতে হবে। খবর শুনে পাহাড়ি গ্রামে বসবাসকারী মোহামেদ চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছান। চিকিৎসকরা তাকে জানান, স্ত্রী মারা গেছেন।
তবে সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মোহামেদের স্ত্রীকে দেখেন তার বন্ধুরা। টেলিভিশনের ওই অনুষ্ঠানে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের সন্ধান পেতে আহ্বান জানানো হয়। এতে মোহামেদের স্ত্রীকে তার স্বামীকে খুঁজে বের করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোহামেদের স্ত্রী নিজের নাম ও ঠিকানা দিয়ে স্বামীকে খোঁজেন। তিনি জানান, দুই বছর ধরে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন তিনি।
২০১৪ সালের দুর্ঘটনার কথা স্মরণ করে মোহামেদ বলেন,  স্ত্রীর মৃতদেহ আমাকে দেওয়া হয় একটি কফিনে। পরে নিজ গ্রামে স্ত্রীর দাফন করি।

এ ঘটনায় দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। স্ত্রী বেঁচে থাকায় প্রশ্ন ওঠেছে মোহামেদ তাহলে কি অন্য নারীকে দাফন করেছেন। এ বিষয়ে মোহামেদ বলেন, আমি জানতাম না অন্য কোনও নারীর দেহ আমি দাফন করেছি এবং আমার স্ত্রী জীবিত আছেন।

ফলে দুর্ঘটনার পর আসলে কী ঘটেছিল তা এখনও জানা যায়নি। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিভিন্ন কারণ তুলে ধরা হচ্ছে। কেউ বলছেন, মোহামেদ হয়ত স্মৃতি হারিয়েছেন। আবার কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন