X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

অরবিন্দ কেজরিওয়াল ৪২০, মাওবাদী!

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ০০:০১আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০০:০১

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'মাওবাদী' হিসেবে আখ্যায়িত করলেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন  বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী। বুধবার তিনি দাবি করেন, কেজরিওয়াল দেশবিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন দিনের পর দিন। তিনি একজন নকশাল।

অরবিন্দ কেজরিওয়াল ৪২০, মাওবাদী!
কংগ্রেস ও কেজরিওয়ালের কঠোর সমালোচনা করে স্বামী বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস- সবাই মিলে বিজেপির বিরোধিতা করছে। আর কেজরিওয়াল তো নকশাল। যখন যা ইচ্ছে বলে দেন। আমরা যদি পাকিস্তান ইস্যুতে কঠোর হই, তাহলে কেজরিওয়াল বলবেন, কেন এত কড়া নীতি নিচ্ছেন? আবার পাক ইস্যুতে নরম হলে, কেজরিওয়াল বলবেন, আমরা পাকিস্তানকে স্বাগত জানাচ্ছি। কেজরিওয়াল সম্পূর্ণ ৪২০ লোক। তাকে কী করে আমি সিরিয়াসলি নেব?'
সোমবার ভারতের আসার পর পাকিস্তানি দলের সঙ্গে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) দীর্ঘ বৈঠক হয়। পাঁচ সদস্যের এই যৌথ তদন্তকারী দলে (জেআইটি) রয়েছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনা গোয়েন্দার পদস্থ অফিসাররা। মঙ্গলবার জেআইটি সদস্যরা পাঠানকোট বিমানঘাঁটিতে যান।
তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর স্পষ্টভাবে জানিয়ে দেন, পাঠানকোট বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেআইটি সদস্যদের যেতে দেওয়া হবে না। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর (বিএসএফ) যারা সন্ত্রাসীদের সঙ্গে ৮০ ঘণ্টা লড়াই করেছিলেন, তাদেরও সাক্ষী হিসেবে হাজির করা হবে না। তবে অন্যদের সঙ্গে জেআইটি সদস্যরা কথা বলতে পারবেন। তা ছাড়া, সীমান্তের যে জায়গা দিয়ে সন্ত্রাসীরা পাঠানকোটে এসেছিল, সেই স্থানেও জেআইটি সদস্যদের নিয়ে যাওয়া হবে।এই মিটিংয়ের তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিরোধীরা। কংগ্রেস ও আম আদমি পার্টির প্রশ্ন, যারা অপরাধী তাদেরই তদন্ত করতে আসার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে সরকারের দেউলিয়াপনারই পরিচয় পাওয়া যাচ্ছে।

এর আগে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহী অভিযোগে গ্রেফতার হওয়া কানহাইয়া কুমারকে সমর্থন করায় কেজরিওয়ালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে।সূত্র: জি-নিউজ।

/এএ/

সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন