‘পদ্মার ওপারে কৃষিপ্রক্রিয়াজাত শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে’

পদ্মার ওপারে কৃষিপ্রক্রিয়াজাত শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেডি টু কুক হলে সকলেরই সুবিধা হবে। বাড়ির গিন্নিরা বেশি খুশি হবে। কষ্ট করে মাছ কাটতে হবে না। তরকারিও কুটতে হবে না। রেডি করে এনে রান্না করে খাবে।

বুধবার (২২ জুন) গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মার ওপারে কৃষিপ্রক্রিয়াজাত শিল্প যাতে গড়ে ওঠে সেটার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। চামড়া শিল্পের সাথে জড়িত আমার এক আত্মীয়কে আজ সকালেই বলেছি ‘কৃষিশিল্প করবে, সেই প্রস্তুতি নাও’। আমি বলেছি— ওখানে একটি শিল্পকারখানা করতে হবে যেখানে কৃষিপ্রক্রিয়াজাত শিল্প হয়। আমরা এখন কৃষিতেই গুরুত্ব দিচ্ছি। কারণ খাদ্যদ্রব্যটাই আমাদের এখন সব থেকে বেশি প্রয়োজন। কারণ কৃষিপ্রক্রিয়াজাত শিল্পপণ্য কেবল বিদেশে রফতানি নয়। দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। এজন্য বলেছি দক্ষিণাঞ্চলে এই ধরনের শিল্প করার জন্য উদ্যোগ নিতে হবে। সেদিকে আমরা গুরুত্ব দিতে চাই।

তিনি বলেন, এখন দারিদ্র বিমোচন হচ্ছে। আমরা গ্রামে গ্রামে উন্নতি করছি। কেউ তো কাজের লোক পাবে না। কিন্তু ঘরে বসে যেন রেডি টু কুক, রান্নার জন্য প্রস্তুত, খাওয়ার জন্য প্রস্তুত— এমন ব্যবস্থা হয়। এরকম থাকলে পরে সকলেরই সুবিধা হবে। বাড়ির গিন্নিরা বেশি খুশি হবে। কষ্ট করে মাছ কাটতে হবে না। তরকারিও কুটতে হবে না। রেডি করে এনে রান্না করে খাবে।

কৃষিপণ্য রফতানিতে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য রফতানি করতে গেলে অনুমতি লাগে। আমরা বিভিন্ন দেশের থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করছি। এটা হলে পরে আমাদের কৃষিপণ্যগুলো রফতানি করতে পারবো। আর আমাদের নিজের দেশে তো মার্কেট সৃষ্টি হচ্ছে। আমাদের সবার ক্রয় ক্ষমতা বাড়ছে। কৃষির ওপর আমরা সবসময় গুরুত্ব দেই। কৃষি থেকে শিল্প— আমরা সেদিকেই যাচ্ছি।

আরও পড়ুন: