X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘নতুন ইতিহাস’ রচনার সংকল্পের দিন

উদিসা ইসলাম
২৫ জুন ২০২২, ১৫:৫১আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৫১

পদ্মা সেতুর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি বীরের জাতি। বাঙালির ইতিহাসের প্রতিটি বাঁক রঞ্জিত হয়েছে ত্যাগ-তিতীক্ষা আর রক্ত ধারায়। কিন্তু বাঙালি আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে।  শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শুরু করেই বারবার তিনি ফিরে গেছেন মুক্তিযুদ্ধে, পঁচাত্তরের ঘাতকের গুলিতে নিহতদের স্মরণে, যারা পদ্মা সেতু তৈরির শুরু থেকে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানানোর দিকে। প্রধানমন্ত্রীর বক্তৃতাজুড়েই ছিল বারবার ‘নতুন ইতিহাস’ গড়ে তোলার অঙ্গীকার।

বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ‘‘ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। কিছুক্ষণের মধ্যেই বাংলার মানুষের গর্বের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এ সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরার্শক, ঠিকাদার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শ্রমিক, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই, পদ্মা সেতুর দুই প্রান্তের অধিবাসীদের— যাদের জমিজমা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই ত্যাগ ও সহযোগিতা জাতি চিরদিন স্মরণ রাখবে।’

প্রধানমন্ত্রী বক্তৃতা শেষ করার আগে দৃপ্ত কণ্ঠে বলেন, ‘যতবারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।’ বারবার হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি ঘুরে দাঁড়িয়েছেন। বাংলার মানুষের জন্য কাজ করে যাওয়াকে দায়িত্ব হিসেবে নিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘কারোর প্রতি আমার কোনও অভিযোগ নেই।’ বরং তারাই আজকের দিন থেকে আত্মবিশ্বাস ফিরে পাবেন— এমনটাই আশা প্রকাশ করেন তিনি। যারা অনুষ্ঠানস্থলে গিয়েছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের প্রত্যেকে কীভাবে নতুন ইতিহাস লেখা হলো, তার উল্লেখ করছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাক টিকেট, ডাটা কার্ড ও স্মারক শিট অবমুক্ত করার মুহূর্তকে উল্লেখ করে ফেসবুকে লেখেন, ‘…প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তুত পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর তিনি উদ্বোধনের ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী ডাক টিকিট ও স্যুভেনির শিট উদ্বোধন করার কয়েক মিনিটের মাঝেই এই ছবিগুলো আমার কাছে পাঠানো হয়। এতে ডুপ্লিকেটও আছে। কিন্তু ঐতিহাসিক স্মৃতি হিসেবে এগুলো রেখে দিলাম। মুক্তিযুদ্ধের বিজয়ের  দিনে সরাসরি উপস্থিত থাকতে পারিনি। শেখ হাসিনার গড়া বিজয় দিবসে কেবল উপস্থিত নয়, অংশ নিতে পারলাম। জয় বাংলা।’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। জাতি এতে গৌরবান্বিত। প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটা তার বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন ৭ মার্চে। এ এক অনন্য ইতিহাস তৈরি হলো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই কয় বাক্যে প্রধানমন্ত্রী ভীষণ গভীর অর্থবহ কথা উচ্চারণ করেছেন। এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বহু উন্নয়ন, দেশকে অন্য উচ্চতায় নেওয়ার জন্য সাহস যোগাবে। আমার বিবেচনায় এখন একটা মাত্রার কাজ হলো, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম বলবে— এই ধরনের কাজ, অমুক সময়ে আমাদের দেশে হয়েছিল। সেই উদাহরণকে সামনে রেখে তারা নতুন উচ্চতায় যেতে চাইবে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ঘুরে দাঁড়ানোর যে সাহস, সেটা জোগাবে প্রধানমন্ত্রীর এই দৃঢ়প্রত্যয়।’

/এপিএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৫:৫১
‘নতুন ইতিহাস’ রচনার সংকল্পের দিন
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
আদালত অবমাননাট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে