পদ্মা সেতু অভিমুখে পিরোজপুর থেকে ৭ লঞ্চের যাত্রা

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাতটি লঞ্চে প্রায় ২০ হাজার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মী রওনা দিয়েছেন। শুক্রবার বিকালের দিকে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে তারা যাত্রা শুরু করেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা যাচ্ছেন কীর্তন খোলা-১০, পারাবাত-৮, ঈগল-৮, মর্নিং সান-৫ ও ৯, সুরভী-৭ লঞ্চে। এ ছাড়া যুবরাজ-৭ লঞ্চে জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা রয়েছেন।

ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানান, তারাও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের নেতৃত্বেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন। প্রতিটি লঞ্চে থাকা দলীয় নেতাকর্মীদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। আসা-যাওয়া ও খাওয়ার সব ব্যয় জেলা পরিষদের প্রশাসক বহন করছেন।