‘পদ্মা সেতু বাংলাদেশ-ভারতের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। শুক্রবার (২৪ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুগান্তকারী পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারত সরকার ও দেশটির জনগণের শুভেচ্ছা ও অভিনন্দন। 

প্রতীক্ষিত এই সেতু প্রকল্পের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশ যখন একাই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমরা পাশে ছিলাম।’ 

এই সেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগকে আরও সহজ করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পদ্মা সেতু কেবল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন করবে না। বরং ভারত ও আমাদের অভিন্ন উপ-অঞ্চলকে সংযুক্ত করবে এবং ব্যবসার সম্প্রসারণে সহায়ক হবে।’ 

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে পদ্মা সেতুর উদ্বোধনে ভারতের জনগণ আবারও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়।