যেখানেই সেতু উদ্বোধন, সেখানেই দিলু ভান্ডারী

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে এসেছেন দেলোয়ার হোসেন দিলু ভান্ডারী (৬৪)। পেশায় বাবুর্চি। শারীরিকভাবে একটু সুস্থ। তারপরও মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিতে এসেছেন।

শনিবার (২৫ জুন) সকালে লঞ্চে বাংলাবাজার ঘাটে পৌঁছান দিলু ভান্ডারী। এ সময় তিনি বলেন, ‌‘সেতু উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভার কথা শুনলেই ছুটে যাই। আরও অনেক আগে খুলনায় রূপসা সেতু উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম, চীন মৈত্রী সেতু উদ্বোধনের অনুষ্ঠানেও গিয়েছিলাম। আজ পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে এসেছি। রাত ১২টায় বাড়ি থেকে রওনা দিয়ে সকাল ৯টায় বাংলাবাজার ঘাটে এসে পৌঁছালাম।’

জনসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লঞ্চে আসতে শুরু করেছে

দিলু ভান্ডারী আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে এসেছি। আজ সারাদিন এখানে থাকবো।’ 

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এরপর দুপুরে বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। এতে অংশ নিতে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা থেকে আসছে মানুষ। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লঞ্চে আসতে শুরু করেছে।

ভোর থেকে বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাংলাবাজার ঘাটে একে একে ভিড়ছে লঞ্চ। সকাল সাড়ে ৮টায় বাংলাবাজার ঘাটে ২০টি লঞ্চে প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এসেছেন। আরও কয়েকটি লঞ্চ ভিড়বে।