রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সমাবেশস্থলে জনস্রোত

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে মানুষের ভিড় বাড়ছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ, বাস ও ট্রাকে ছুটে আসছে মানুষ। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সেখানে জড়ো হচ্ছে তারা।

বাংলাবাজার ঘাট এলাকা ঘুরে দেখা যায়, শনিবার সকাল থেকে আকাশে মেঘ-সূর্যের লুকোচুরি খেলা চলছিল। ৯টায় ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে থাকে। সকাল ১০টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে বৃষ্টি চলে। এ সময় সমাবেশস্থল আগত লোকজন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। কেউ আশপাশের চায়ের দোকান, বিআইডব্লিটিসির অফিস ও বাস কাউন্টারে অবস্থান নেয়।

বাংলাবাজার ঘাট এলাকায় হঠাৎ বৃষ্টি

বরিশারের মেহেন্দীগঞ্জ থেকে আসা বাবুল মিয়া বলেন, ‌‘ঘাটে আসামাত্র বৃষ্টি শুরু হয়। আমরা এই র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছি। রোদ-বৃষ্টি যাই হোক আমাদের নেত্রীকে দেখতে এসেছি। তাছাড়া আজ পদ্মা সেতু উদ্বোধন হবে, এখানে আসাটা আমাদের দায়িত্ব।’

বাংলাবাজার লঞ্চ ঘাটে অবস্থানরত র‍্যাব-৮ বরিশাল ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় নিরাপত্তা ও জনসাধারণ যাতে নির্বিঘ্নে আসতে পারে তার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনও সমস্যা দেখছি না। আষাঢ় মাষ তাই একটু বৃষ্টি হবেই। তবে এতে জনসাধারণের কোনও সমস্যা হবে না।’

লঞ্চ, বাস ও ট্রাকে ছুটে আসছে মানুষ

এদিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় হেলিকপ্টারে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এই সুধী সমাবেশ থেকেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টার দিকে শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিতে যাবেন।