পদ্মা সেতু বাংলাদেশসহ উপ-অঞ্চলে সংযোগ বাড়াবে: দোরাইস্বামী

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, পদ্মা সেতু দক্ষিণ এশিয়ার জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’। এই সেতু বাংলাদেশ ছাড়াও উপ অঞ্চলের মাঝে সংযোগের বাড়াবে।

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতের হাই কমিশনার।

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাইবোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা জানাই। পদ্মা সেতু বাংলাদেশ ও উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। এটি দেখে আমরা খুবই আনন্দিত।’

ভারতের হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশ সরকার নানা প্রতিকূলতার মাঝেও পদ্মা সেতু প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে। আমি এ অঞ্চলে আরও অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝে সহজে যোগাযোগ ও ভ্রমণের সুযোগ দেখতে চাই।’

বাংলাদেশ ও ভারত আগামীতেও পরস্পরের সঙ্গী হয়ে উন্নয়নের পথে চলবে বলে আশা প্রকাশ করেন বিক্রম দোরাইস্বামী।