‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যমুনা সেতু ও পদ্মা সেতু হবে, এমন স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ, তিনি দূরদর্শী ছিলেন, মানুষের চাওয়া আগেই বুঝতে পারতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা এতই প্রখর ছিল যে; স্বাধীনতার পর মনে করেছিলেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের সঙ্গে রাজধানীর একটা সুদৃঢ় যোগাযোগের বন্ধন তৈরি হবে। এ জন্য সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ, যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের অর্থনীতিও তত উন্নত। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ, দীর্ঘ ৪৭ পর শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এটি আমাদের জন্য গর্বের।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, হয়তো শেখ হাসিনার স্থলে অন্য কেউ হলে পদ্মা সেতু নির্মাণ হতো না। অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কিন্তু শেখ হাসিনা সফল হয়েছেন। কারণ, এটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।