পদ্মা সেতুতে সাড়ে ৩ কিলোমিটার যানজট

পদ্মা সেতুতে প্রথমদিনেই প্রায় সাড়ে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার পর থেকে সেতুর সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা দেয়। সেতু কর্তৃপক্ষ বলছে, মোটরসাইকেলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

এদিকে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও পণ্যপরিবহন গাড়ির চালকদের।

রবিবার (২৬ জুন) সন্ধ্যার পর থেকেই দেখা যায় যানজটের এই চিত্র। সেতু পাড়ে দেখা যায় মোটরসাইকেল চালকদের গুরুত্ব দিয়ে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে। এতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

টঙ্গি এক্সপ্রেসের গাড়িচালক জামাল বলেন, সাড়ে তিন কিলোমিটার রাস্তা আসতে দুই ঘণ্টা সময় লাগছে। রাস্তায় প্রচুর গাড়ির জট। মোটরসাইকেলের জন্য আসাই এখন কষ্ট হয়ে গেছে।

খুলনা থেকে আসা প্রাইভেটকারচালক সুমনও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, রাস্তায় প্রচুর যানজট, মোটরসাইকেলের জন্য খুব সমস্যা হচ্ছে। সিস্টেম পরিবর্তন করতে হবে, যাতে দ্রুত আসতে পারি।

পদ্মা সেতু টোল প্লাজার প্রকৌশলী জিবুল আহম্মেদ বলেন, মোটরসাইকেলের জন্য সেতুতে যানজট সৃষ্টি হয়েছে। আশা করা যায় আগামীকাল এমন চিত্র থাকবে না। 

এদিকে সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বিবরণীতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।