বাংলাদেশ বিশ্বে উন্নয়নের এক রোল মডেল

গত ৫০ বছরে বাংলাদেশের বিপুল সফলতা এবং আর্থ-সামাজিক অগ্রগতি, শান্তি ও উন্নয়নের প্রশংসা করেছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও অন্যান্য আন্তর্জাতিক কূটনীতিকরা। 

শুক্রবার (২৬ মার্চ) জেনেভা বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল উদযাপন অনুষ্ঠানে তাদের অনেকেই বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের এক রোল মডেল হিসেবে অভিহিত করেন। 

স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনেভা নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র বিমোচন, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার, অসমতা হ্রাস, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক গজিও কোনজো-ইওয়েলা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মার্টিন পুটওয়ারে কেচুনগং, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মহাপরিচালক বিশার এ হুসেনের প্রতিনিধি, বিশ্ব মেধা সংস্থার মহাপরিচালক ডারেনটাং, আঙ্কটাডের ভারপ্রাপ্ত মহাসচিব ইজাবেল ডুরান্ট, সাউথ সেন্টারের নির্বাহী পরিচালক কার্লোস কোরিয়াসহ সবাই দারিদ্র বিমোচন, শান্তি, নিরাপত্তা, স্বাস্থ্য, অভিবাসন, শ্রম, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। 

তাছাড়াও, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়ে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করেন।