দ্রুক এয়ারের কর্মকর্তাদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেবে ইউনাইটেড হসপিটাল

ইউনাইটেড হসপিটাল ও ড্রুক এয়ারের করপোরেট চুক্তিভুটানের সরকারি বিমান সংস্থা দ্রুক এয়ার করপোরেশন লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বল্প মূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেবে ইউনাইটেড হসপিটাল লিমিটেড।

সম্প্রতি এ উপলক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে। ইউনাইটেড হসপিটালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার এবং দ্রুক এয়ার করপোরেশন লিমিটেডের সিনিয়র স্টেশন ম্যানেজার সোনাম ওয়াংচুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

দ্রুক এয়ার কয়েক দশক ধরে ঢাকার সঙ্গে সরাসরি আকাশ পথে যাত্রীসেবা প্রদান করে আসছে। চুক্তির আওতায় দ্রুক এয়ারে ভ্রমণকারী যাত্রীরাও বিশেষ মূল্যছাড়ে সুনির্দিষ্ট হেলথ চেক প্যাকেজের আওতায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/