উৎপাদন বাড়াতে নতুন মেশিন স্থাপন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজউৎপাদন ক্ষমতা বাড়াতে বিস্কুটের নতুন লাইন বা মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নতুন এ মেশিন বসানো হলে কোম্পানিটির উৎপাদন বছরে ৭ হাজার ২০০ মেট্রিক টন বাড়বে। বিস্কুট উৎপাদনের জন্য নতুন লাইন স্থাপন করতে আনুসঙ্গিক যন্ত্রপাতি ইটালি ও ভারত থেকে আমদানি করবে কোম্পানিটি। যার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির নগদ ও ব্যাংকের অর্থায়নে নতুন এ লাইন স্থাপন করতে যাচ্ছে কোম্পানিটি।
/এসএনএইচ/