বাংলাদেশ শিপিং করপোরেশনের ইপিএস কমেছে প্রায় ৬ টাকা

বাংলাদেশ শিপিং করপোরেশনপুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ৬ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ টাকা ৩৮ পয়সা পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৫ টাকা ৮৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬১০ টাকা ৮৩ পয়সা এবং গত বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬০২ টাকা ৮৪ পয়সা।

/এসএনএইচ/