তিনি বলেছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো, এটা প্রমাণ করে না।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অনেক সম্পদ ও চমৎকার পরিবেশ রয়েছে এবং সরকার নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। এমনকি যেসব বিদেশি কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, তারা বিনিয়োগ বাড়াচ্ছে। এরপরই ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের নেতিবাচক দিক নিয়ে কথা বলেন।
পিয়েরে মায়াদু লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কাঙ্খিত বিনিয়োগ হচ্ছে না। এছাড়া ক্রমবর্ধমান জঙ্গিবাদের কারণে ব্লগার ও বিদেশি হত্যা, জ্বালানি ঘাটতি এবং অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে চান না অনেক বিদেশি প্রতিষ্ঠান।
বৈঠকে ইইউভুক্ত আটটি দেশের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মায়াদু। আর বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।
আরও পড়ুন: বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়: বাণিজ্যমন্ত্রী
/এসআই/এসএনএইচ/এজে