সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৫৮, সিএসইতে কমেছে ১০৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইদেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের সপ্তাহ থেকে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে গত সপ্তাহের কার্যক্রম। গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৮ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১১০৪ পয়্ন্টে।

এছাড়া উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়ে ৭৩৪ কোটি টাকার কিছুটা বেশি। যার মধ্যে ডিএসইতে বেড়েছে ৬৮১ কোটি টাকার কিছুটা বেশি এবং সিএসইতে কমেছে ৫৩ কোটি টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসই’র লেনদেন চিত্রডিএসই 

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৬৯ কোটি ৫১ লাখ ১ হাজার ৮৩৭ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৮ কোটি ৪৯ লাখ ৫ হাজার ১৩২ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ৬৮১ কোটি টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে ৪৫ দশমিক ৭৫ শতাংশ লেনদেনে বেড়েছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ০৮ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে, ৫৩ দশমিক ২২ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭৬১ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১৩১টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২৫টির এবং শেয়ার লেনদেন হয়নি ৩টি  কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন, বেক্সিমকো ফার্মা এবং সামিট অ্যালায়েন্স।
গত সপ্তাহে সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৪৭ কোটি ৪২ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫৩ কোটি ৫৮ লাখ টাকার কিছুটা বেশি।
গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০৪ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৩২৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬৭ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৯১ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ১ হাজার ১২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বা ০ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১২ হাজার ৫৬৩ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তিতাস গ্যাস, ডোরিন পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/