রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে: নজিবুর রহমান

রাজস্ব আদায়ের এই তালিকা এনবিআর চেয়ারম্যান ফেসবুকে শেয়ার করেছেননতুন বাজেট পাসের আগের দিন বিদায়ী বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। বুধবার তার ফেইসবুক পেজে এক স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করে তিনি এ খবর জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে সব মিলিয়ে এক লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ১৪ দশমিক ০৬ শতাংশ বেশি। আর বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২ শতাংশ বেশি। একে ‘অসম্ভবকে সম্ভব’ বলে অভিহিত করেছেন এনবিআর প্রধান।

এখনো পেট্টোবাংলার কাছে বকেয়া ১৩ হাজার কোটি টাকা যোগ হলে রাজস্বের পরিমাণ মূল বাজেটে ধরা লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে যাবে বলেও জানিয়েছেন তিনি।

আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে ২০১৫-১৬ অর্থবছর। এ সময়ে মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। কিন্তু গত এপ্রিল মাসের শেষ দিকে তা কমিয়ে এক লাখ ৫০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

স্ট্যাটাসে তিনি আরও জানান, ২০১৬-১৭ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন সেখানেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা, যা অর্জন করা সম্ভব।

/এসএনএইচ/