শেয়ার লভ্যাংশ দেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সপুঁজিবাজারের তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডার জন্য ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সমরিতা হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ আগস্ট।

সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ০২ পয়সা।

আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ১৬ পয়সা এবং এনএভি ছিল ২৭ টাকা ৬১ পয়সা।

/এসএনএইচ/