পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ২২১ কোটি ৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৭২ কোটি ৭৫ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, সিটি ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন এবং প্রিমিয়ার সিমেন্ট। 

সোমবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৩ কোটি ৫৮ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, ফার কেমিক্যাল।
/এসএনএইচ/