ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে মিশ্র প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ১৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ২৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ০ দশমিক ০৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ৭ দশমিক ৪১ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ০ দশমিক ৪২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, অ্যাকমি ল্যাবরেটরিজ, মবিল যমুনা এবং ডিবিএইচ।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ১৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২১ কোটি ০১ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৪২ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৬৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বে-লিজিং, ব্র্যাক ব্যাংক, এলআরজি গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, বিএসআএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
/এসএনএইচ/
আরও পড়ুন: 

নিহত আরও এক জঙ্গির পরিচয় মিলেছে

'ভদ্র' আকিফুজ্জামান খান জঙ্গি, হতবাক প্রতিবেশীরা