অর্ধবার্ষিকীতে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

পূরবী জেনারেল ইন্সুরেন্সপুঁজিবাজারের তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (এপ্রিল থেকে জুন-২০১৬) গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। এ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ পয়সা।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি থেকে জুন-২০১৬) কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।

অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ১২ টাকা ৩৮ পয়সা।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে



‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ বৈঠকিতে বক্তারা: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে