পুঁজিবাজারের লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে বেড়েছে ২৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৮ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ২৩ দশমিক ৫১ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৮২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৭২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, ইসলামী ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং বিএসআরএম লিমিটেড।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৫১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সিভিও পেট্রোকেমিক্যাল।
/এসএনএইচ/