সাউথইস্ট ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

সাউথইস্ট ব্যাংকপুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৫শ’ কোটি টাকার নন-কনভার্টঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গেছে।

৭ বছর মেয়াদি ফান্ডটির বৈশিষ্ট হলো- আনলিস্টেড, সম্পূর্ণ রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেটেড, সাবঅর্ডিনেটেড ও নন-কনভার্টঅ্যাবল। বন্ডটি শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বডি এবং যে কোনও বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকটি বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাসেল-২ এর শর্ত পূণ করবে। এক্ষেত্রে ব্যাংকটি প্রতিটি ইউনিট ১০ লাখ টাকা মূল্যে ইস্যু করবে।

বন্ডটির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ট্রাস্টি হিসাবে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কাজ করছে।

/এসএনএইচ/