ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩৯ কোটি ৫৮ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, ব্রাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মিথুন নিটিং, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেসকো এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন  কমেছে ১ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, কাশেম ড্রাইসেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার এবং লিগ্যাসি ফুটওয়্যার।
/এসএনএইচ/