ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ১২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে।

তবে গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩১ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১০ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২০ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ, ন্যাশনাল টিউবস, ডোরিন পাওয়ার, আইডিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং মবিল যমুনা।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৬১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৯০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, আইসিবি, বেক্স ফার্মা, ডোরিন ফার্মা, শাহজিবাজার পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, বিএসআএম লিমিটেড এবং পাওয়ার গ্রিড।
/এসএনএইচ/