ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে বেড়েছে ৫১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৩১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৭৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৬০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, আইএফআইসি, মিথুন নিটিং এবং সিঙ্গার বিডি।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৯৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ১৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬শ’ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮২ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৬৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেডিএস অ্যাক্সেসরিজ, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/