ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ১৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ৫৮ কোটি ৯১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ২১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬১৪ কোটি ১২ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ৯১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে। তবে ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইয়াকিন পরিমার, ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, মবিল যমুনা এবং রেনউইক যজ্ঞেশ্বর।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ০৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ইয়াকিন পলিমার, ইউনাইটেড পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড এবং আরএকে সিরামিকস।
/এসএনএইচ/