ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে ৩৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ০৬ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসই ও সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ২১ কোটি ৩৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ২১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৩৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ৩ দশমিক ৩০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইয়াকিন পরিমার, মবিল যমুনা,  ইউনাইটেড পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্, ন্যাশনাল ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৪ কোটি ৫৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ০৬ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৩ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, ইয়াকিন পলিমার, অ্যাকমি ল্যাবরেটরিজ, লংকা-বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, ফার কেমিক্যাল এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/