ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ০১ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছ ১৫০ কোটি ৩৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩১ কোটি ২৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৮১ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ২ দশমিক ১৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-মবিল যমুনা, বিএসআরএম স্টিল, প্যামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইয়াকিন পলিমার, ডোরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার এবং সিএমসি কামাল।
রবিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩০ কোটি ২৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ১৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ০১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ দশমিক ০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হাইডেলবার্গ সিমেন্ট, কেয়া কসমেটিকস, ইয়াকিন পলিমার, অ্যাকমি ল্যাবরেটরিজ, লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমান ফিড, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং অলিম্পিক এক্সেসরিজ।
/এসএনএইচ/