ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ১২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ৩৬ কোটি ০৪ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৭৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৩২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৬ কোটি ০৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং ১ দশমিক ০৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিঙ্গার বিডি, যমুনা অয়েল,  মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, লংকা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং ইফাদ অটোমোবাইল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ৪০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, লংকা-বাংলা ফাইন্যান্স, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, আরামিট সিমেন্ট, সাইফ পাওয়ারটেক এবং বিএসআরএম লিমিটেড।
/এসএনএইচ/