সেসিপ’র বৃত্তির টাকা যাবে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ে

অগ্রণী ব্যাংকসেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) শিক্ষার্থীরা এখন থেকে উপবৃত্তির টাকা পাবে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

রবিবার সকালে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ডিজি ড. এসম ওয়াহিদুজ্জামান এবং ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর ইসমাইল হোসেন চুক্তিতে সই করেন।

জানা যায়, চুক্তি অনুযায়ী ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের মোবইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তির টাকা দেবে অগ্রণী ব্যাংক। মোট ৩ হাজার ৮২৬ কোটি ৯২ লাখ টাকা সেসিপের জন্য বরাদ্দ রয়েছে। যার মধ্যে জিওবি ১ হাজার ৬৯৯ কোটি ৯২ লাখ এবং ২ হাজার ১২৭ কোটি টাকা প্রকল্প সহায়তা দেবে এডিবি। যার মধ্যে উপবৃত্তিখাতের জন্য ২৬৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ।

চুক্তি সই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/