আয়কর মেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

জাতীয় আয়কর মেলাআয়কর মেলা-২০১৬ এর উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বেলা ১টা ৫৫ মিনিটে বাটন চেপে অন লাইন আয়কর মেলার উদ্বোধন করেন তিনি। এবারের আয়কর মেলার প্রতিপাদ্য বিষয় ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’। এছাড়া মেলার শ্লোগান ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে এবারই প্রথম এই মেলা শুরু হয়েছ। ঢাকার এই মেলা শেষ হবে ৭ নভেম্বর। পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা ও উপজেলা পর্যায়েও মেলার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে এ মেলা হবে ৪ দিন।

আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন- অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আবদুল তামলুব আহমাদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর জাতীয় আয়কর দিবস পালন করা হবে ৩০ নভেম্বর। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিনের মধ্যে কেউ রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে তাকে জরিমানা গুনতে হবে।

জানা গেছে, এবারের মেলায় তথ্য-প্রযুক্তি ব্যবহার বাড়ানোর মাধ্যমে অটোমেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বরাবরের মতো এবারও মেলায় করদাতাদের সব ধরনের তথ্য সেবা দেওয়া হবে। থাকবে ই-টিআইএন রেজিস্ট্রেশন ব্যবস্থা, রিটার্ন দাখিল করা, ই-পেমেন্ট কর পরিশোধ। এ ছাড়া বরাবরের মতো এবারও বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে আলাদা বুথ ।

কর পরিশোধের জন্য মেলায় রাখা হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বুথ। এ ছাড়া আয়কর দিবস উপলক্ষে এবারও সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে।

/জিএম/এসএনএইচ/