ডিএসইতে প্রধান সূচক ৩৬, সিএসইতে বেড়েছে ৪৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৩২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।

এছাড়া এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ০৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮০ কোটি ০৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ব্র্যাক ব্যাংক, ডোরিন পাওয়ার, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, আরগন ডেনিমস, মিথুন নিটিং, মবিল যমুনা, পেনিনসুলা হোটেল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৫৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮০ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাশা ডেনিমস, পেনিনসুলা হোটেল, এনভয় টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, কেডিএস অ্যাক্সেসরিজ, ফরচুনা সু, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডোরিন পাওয়ার এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/