ডিএসইতে প্রধান সূচক ১৯, সিএসইতে বেড়েছে ২৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৫ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ১১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডোরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, কাশেম ড্রাইসেল, বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টার্ন হাউজিং এবং কনফিডেন্স সিমেন্ট।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ০৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ০১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইপিডিসি, আফতাব অটোমোবাইল, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, পেনিনসুলা হোটেল, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বিডি থাই, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/