ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে বেড়েছে ৪১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর লেনদেন সামান্য বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এবি ব্যাংক, কাশেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মিথুন নিটিং, ড্রাগন সোয়েটার, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন এবং বেক্সিমকো লিমিটেড।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪০ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৬২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীন ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, ফরচুনা সু, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, ইয়াকিন পালিমার এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
/এসএনএইচ/