মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি: ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

 

 

মোবাইল ব্যাংকিংমোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, এমক্যাশ ও ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্কের প্রভাবে কমছে প্রবাসী আয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এক বৈঠকে বিকাশের মাধ্যমে হুন্ডি কার্যক্রমের যে অভিযোগ উঠেছে, তা বন্ধ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসময় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বিকাশ এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স সংক্রান্ত অনিয়ম হচ্ছে।’  তিনি বলেন, ‘অভিযোগ রয়েছে, প্রবাসীরা বিদেশ থেকে ই-মেইল অথবা এসএমএস-এর মাধ্যমে ডলার নিশ্চিত করলে বাংলাদেশে বিকাশ এজেন্টরা সেই ডলারে সমপরিমাণ অর্থ পরিশোধ করে দিচ্ছেন। এতে প্রবাসীদের কষ্টে অর্জিত রেমিট্যান্স দেশে আসছে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিকাশের সঙ্গে আলোচনা করেছে। একই সঙ্গে রেমিট্যান্সের অর্থ লেনদেনকারী এজেন্টদের নজরদারিতে আনতেও বলা হয়েছে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

/জিএম/এমএনএইচ/