লংকাবাংলার নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের আর্থিক সমাপ্তি ঘোষণা

লংকাবাংলা
সিকিউরিটিজ কোম্পানি, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড রবিবার ঢাকাস্থ  লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে অনুষ্ঠানের মাধ্যমে ৪৮০ মিলিয়ন টাকার ইস্যুকৃত নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের আর্থিক সমাপ্তি ঘোষণা করে। এই প্রথম বাংলাদেশের কোনও ব্রোকারেজ কোম্পানি থেকে এই উদ্যোগটি নেওয়া হয়।
অনুষ্ঠানে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও ড. মোহাম্মদ আবদুল মজিদ, উপস্থিত ছিলেন ।
বিচারপতি সিদ্দিকুর রহমান এই উদ্যোগের প্রশংসা করেন এবং পুঁজিবাজারে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও “জিরো কুপন বন্ড” আনার উদ্যোগ নিতে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ পুঁজিবাজার বিকাশে ও এর শক্ত কাঠামো তৈরিতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে উপস্থিত কে.এ.এম. মাজেদুর রহমান, সাইফুর রহমান মজুমদার ছাড়াও মোহাম্মদ এ. মঈন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, খাজা শাহরিয়ার, মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী এবং খন্দকার কায়েস হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড রেজিস্ট্রার ও ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে।
/এসআই/ এপিএইচ/