রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে আমি শতভাগ আশাবাদী: অর্থমন্ত্রী

 

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়া যাবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে অর্থ চুরি হয়েছে, সে অর্থ উদ্ধারে আমি শতভাগ আশাবাদী। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফিলিপাইন গেছে।  দলটি দেশে ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’ বুধবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনে ফিলিপাইনের রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হবে।’ তিনি আরও  বলেন, ‘আজ গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, সময় দিয়েও বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।এছাড়া ফিলিপাইন সরকার টাকা ফেরত দিতে গড়িমসি করছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমি মনে করি, এ ধরনের সংবাদে ফিলিপাইন সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন সুবিধাজনক সময়ে প্রকাশ করা হবে।’

 /এসআই/এমএনএইচ/