ডিএসইর প্রধান সূচক ১৪, সিএসইতে বেড়েছে ২৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৫৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে সোমবার লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৮৮ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৭৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৪০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫১ পয়েন্টে এবং ১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইফাদ অটোমোবাইল, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিল, অ্যাকটিভ কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, আরগন ডেনিমস এবং ওরিয়ন ফার্মা।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৯ কোটি ০৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৫০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে। 

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭ কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, ফরচুনা সু, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক অ্যাক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত এবং ওরিয়ন ফার্মা।
/এসএনএইচ/