ডিএসইর প্রধান সূচক ২৫, সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোমোবাইল, আরএসআরএম স্টিল, আরগন ডেনিমস, কাশেম ড্রাইসেল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুনা সু, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৯ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০ কোটি ৭৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫ কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইপিডিসি, ফরচুনা সু, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, আরগন ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/