ডিএসইতে প্রধান সূচক ৩৫, সিএসইতে বেড়েছে ৮০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮০ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫৫ কোটি ৮০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৩২ কোটি ৯১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৯ পয়েন্টে এবং ১৯ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডেসকো, বেক্সিমকো লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, সিঙ্গার বিডি, ইফাদ অটোমোবাইল, গোল্ডেন হার্ভেস্ট, পেনিনসুলা হোটেল, এএফসি অ্যাগ্রো এবং ন্যাশনাল ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭৮ কোটি ৪৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৬ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৩৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেয়া কসমেটিকস, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
/এসএনএইচ/