ডিএসইতে প্রধান সূচক ৫৫, সিএসইতে বেড়েছে ১০৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ০৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭৬৫ কোটি ৭৮ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৫৯ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ৪৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোমোবাইল, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্সটাইল এবং সেন্ট্রাল ফার্মা। অ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়া, জিপিএইচ ইস্পাত, অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ফার্মা এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১০৫ কোটি ৪০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১০৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৭১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, ফুওয়াং সিরামিকস এবং লংকা-বাংলা ফাইন্যান্স। জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড এবং এবি ব্যাংক।
/এসএনএইচ/