ডিএসইতে প্রধান সূচক ৯৭, সিএসইতে বেড়েছে ১৭১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৬১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৭১ দশমিক ০৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৯৬১ কোটি ৯২ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০৮ কোটি ৪৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৬ পয়েন্টে এবং ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, যমুনা অয়েল, লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, ইসলামী ব্যাংক এবং ডেসকো।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৭১ কোটি ০৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৭৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৮৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৫৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, অ্যাপোলো ইস্পাত, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স এবং বিএসআরএম স্টিল।
/এসএনএইচ/