ভ্যাট ৭ শতাংশে নামিয়ে আনার দাবি

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষে করদাতা উদ্বুদ্ধকরণ’ সংক্রান্ত এক সেমিনারে তিনি এ দাবি করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের উদ্দেশে মাতলুব আহমাদ বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও ফের বিনয়ের সঙ্গে বলছি, ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭ শতাংশে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা ভ্যাট অনলাইনে চায়। আমরা ফেডারেশন থেকেও চাই। কিন্তু সমস্যা হচ্ছে রশিদে যখন আমরা ১৫ শতাংশ ভ্যাট নেব আল্টিমেটলি এটা অনেক বেশি হয়ে যাবে।’
ভ্যাট কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করছেন দাবি করে মাতলুব আহমাদ বলেন, ‘এখনও এনবিআরের ভ্যাট অফিসাররা অনেক দোকনে গিয়ে খাতাপত্র টানাটানি করছেন, ব্যবসায়ীদের হয়রানি করছেন। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে একজন কমিশনারের একটি আদেশপত্র থাকবে। সেই আদেশ দেখিয়ে বলবে যে, আমি এই আদেশের কারণে আপনার খাতাপত্র নিয়ে যাচ্ছি। কিন্তু যা হচ্ছে, সেটা হয়রানি।’
ব্যবসায়ীদের হয়রানি রোধে এনবিআর ও এফবিসিসিআই একটি ‘হটলাইন’ নম্বর চালু করার প্রস্তাব দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এই হটলাইনের মাধ্যমে ব্যবসায়ীরা ফোন করে কোনও সমস্যার কথা জানাবেন।’ এনবিআরে এই হটলাইন নম্বর সেল গঠন করার অনুরোধ ও এফবিসিসিআইতে এই সেল গঠন করারও আশ্বাস দেন তিনি।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসময় এফবিসিসিআই সভাপতির প্রস্তাবকে অত্যন্ত সময় উপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দ্রুত ‘হটলাইন’ চালুর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে এফবিসিআিই সভাপতিকে আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর মো. নজিবুর রহমান বলেন, ‘কোনও ব্যবসায়ী বা করদাতা যদি হয়রানির শিকার হন তারা যেন ইমেইল করে এনবিআরকে জানায়। এ সপ্তাহে কাস্টমস, আয়কর ও ভ্যাট তিনটি ফিডব্যাক ইমেইল শিগগিরই খোলা হবে। কাস্টমস, আয়কর ও ভ্যাট নিয়ে কোনও সমস্যা থাকলে, কোনও কর্মকর্তা হয়রানি করলে, কোন অভিযোগ, কোনও পরামর্শ থাকে সেসব ইমেইলে জানাতে পারবেন। এতে তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘রাজস্ব আহরণের জন্য ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। রাষ্ট্রের কল্যাণে আহরিত ভ্যাট যাতে রাষ্ট্রীয় কোষাগারে যথাযথভাবে জমা হয় সে দিকে তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

ঢাকা উত্তর কর কমিশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সেমিনারে ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মো. ইকবাল, খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের কর কমিশনার মো. মাসুদ সাদিক।

/জিএম/এমও/