‘৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কোকাকোলা’

মার্শা বার্নিকাট (ফাইল ফটো)কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা বাংলাদেশে প্রায় ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই বিনিয়োগে সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, ‘বাংলাদেশে কোকাকোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’
আজ (বুধবার) ময়মনসিংহের ভালুকায় কোকাকোলার নতুন বোতল উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বার্নিকাট একথা বলেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত  বলেন, ‘ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের লক্ষ্য হলো, কোকাকোলার মতো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা করা।’
তিনি বলেন, ‘আমরা জানি একসঙ্গে কাজ করার ফলে বিনিয়োগের পরিবেশ আরও উন্নতি হবে এবং এর ফলে কোকাকোলার মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ এখন বেড়ে ওঠার দেশ। লাখ লাখ মানুষ এখন মধ্যবিত্তের সুবিধা উপভোগ করছে।’ 

তিনি আরও বলে, ‘আগামী পাঁচ বছরের মধ্যে লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ ইতোমধ্যে দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’

এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 

জ্বালানি তেলের দাম আপাতত কমছে না: নসরুল হামিদ